বিশিষ্ট টেনিস তারকা নোভাক জোকোভিচ সিনসিনাটি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। উইম্বলডনে সেমিফাইনালে এবছর পরাজয়ের পর জোকোভিচের এই প্রথম হার্ড-কোর্টে অংশ নেওয়ার কথা ছিল। তবে, তিনি তার নাম প্রত্যাহারের জন্য শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেননি।
Site Admin | August 5, 2025 12:32 PM
টেনিস তারকা নোভাক জোকোভিচ সিনসিনাটি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন
