July 9, 2025 9:17 AM

printer

টেনিসে বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কা জার্মানির লরা সিগেমুন্ডকে হারিয়ে উইম্বলডনের মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন

টেনিসে বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কা জার্মানির লরা সিগেমুন্ডকে হারিয়ে উইম্বলডনের মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন। প্রথম সেট হারের পরবেলারুশ তারকা সাবালেঙ্কা  প্রায় তিন ঘন্টার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে ৪-৬৬-২৬-৪ গেমে প্রত্যাবর্তন করে জয়লাভ করেন। আগামীকাল সেমিফাইনালে সাবালেঙ্কা উদীয়মান আমেরিকান তারকা আমান্ডা আনিসিমোভার মুখোমুখি হবেন। রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেনকোভাকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন আনিসিমোভা।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।