মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 29, 2024 9:26 PM

printer

টেট পাশ করার পরেও যাঁরা এখনো শংসাপত্র পাননি তাঁদের অবিলম্বে তা দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

টেট পাশ করার পরেও যাঁরা এখনো শংসাপত্র পাননি তাঁদের অবিলম্বে তা দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১৪ সালের টেটে পাস করার পরেও শংসাপত্র না পাওয়ার অভিযোগে হাইকোর্টে মামলা করেছিলেন কয়েকজন চাকরি প্রার্থী।
 
আজ বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, আগামী ১৩ অগস্টের মধ্যে মামলাকারীদের শংসাপত্র দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এ ব্যাপারে আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছিল, সিবিআই তদন্ত চলছে। ফলে তাদের কাছে কোন শংসাপত্র নেই। সিবিআই নথি বাজেয়াপ্ত করেছে। সিবিআই এই দাবি খারিজ করে দিয়েছিল। বিচারপতি আজ নির্দেশ দিয়েছেন, ২০১৪ সালের টেটের ১ লক্ষ ২৬ হাজার উত্তীর্ণ প্রার্থীকে শংসাপত্র পর্ষদকে আবার দিতে হবে।