টি-২০ বিশ্বকাপ ট্রফি ট্যুরে আজ ট্রফিটি প্রদর্শিত হয়েছে নেপালের কাঠমান্ডুর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী বৌদ্ধ স্তূপে। আগামী ৭ই জানুয়ারি সন্ধ্যায় এটি প্রদর্শিত হবে কাঠমান্ডুরই আরেক ঐতিহ্যবাহী স্থান বসন্তপুর দরবার স্কোয়ারে। এর আগে গতকাল সেটি প্রদর্শিত হয়েছিল পোখরায়।
কাঠমান্ডুর শীতল নিবাসে ট্রফি উন্মোচন করে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল বলেন, টি-২০ বিশ্বকাপ ট্রফি নেপালে আসা দেশের জন্য গর্বের মুহূর্ত। তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সফর নেপালি ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে।