মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 4, 2024 6:25 PM

printer

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর ৭ নম্বর লোককল্যাণ মার্গের বাসভবনে আপ্যায়িত করেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর ৭ নম্বর লোককল্যাণ মার্গের বাসভবনে আপ্যায়িত করেন। সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, গোটা টুর্নামেন্টে ক্রিকেটারদের অভিজ্ঞতা নিয়ে স্মরণীয় আলাপচারিতা হয়েছে তাদের মধ্যে। অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, সূর্য কুমার যাদব ও যশপ্রীত বুমরা সহ টিম ইন্ডিয়ার সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের অভিজ্ঞতা ভাগ করেন নেন।

 প্রাকৃতিক দুর্যোগে বার্বাডোজে আটকে থাকা ভারতীয় দল  ট্রফি নিয়ে আজ সকালে দেশে ফিরলে, দিল্লি বিমানবন্দরে তাদের বিপুল উচ্ছ্বাসে স্বাগত জানানো হয়। এরপর আই টি সি মৌর্য হোটেলেও উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাদের। রোহিত শর্মাকে কেক কাটতে দেখা যায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিরাট কোহলিরা উড়ে যান মুম্বাই। বিজয় মিছিল এবং বিসিসিআই-এর পুরস্কার প্রদান অনুষ্ঠানকে ঘিরে এখন সেখানে সাজোসাজো রব।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।