টানা বৃষ্টিতে ধ্বসে দার্জিলিং-এ ২০ জনের বেশী মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে মিরিকে ১৩ জন, সুখিয়াপোখরিতে ৬ জন এবং বিজনবাড়িতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত চারজন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজ রয়েছেন একজন।
তিস্তা নদীর জলস্তর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে। বন্ধ হয়ে গেছে শিলিগুড়ি ও সিকিমের মধ্যে যোগাযোগ রক্ষাকারী ১০ নম্বর জাতীয় সড়ক। মিরিকে দুধিয়া সেতু ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি সহ একাধিক পরিকাঠামো। ভেসে গেছে চাষের জমি ও প্রচুর গবাদি পশু।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী র দার্জিলিংয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রাষ্ট্রপতি, শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি তাঁর বার্তায় গভীর মর্ম বেদনা প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বাংলায় লেখা এক পোস্টে ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমের একটি পোস্টে দার্জিলিং-এ মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ করে বলেন, জাতীয় বিপর্যয় ব্যবস্থাপন বাহিনীর কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।আরও কিছু দল রওনা হওয়ার জন্য অপেক্ষা করছে। তিনি দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তার সঙ্গে ক্ষয়ক্ষতি সম্পর্কে আলোচনা করেছেন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিকেল তিনটে নাগাদ তাঁর শিলিগুড়ি পৌঁছানোর কথা।