টানা আলোচনার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরের পণ্যের উপর আরোপিত শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্তে পৌঁছেছে। দুদেশের এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র চীনা পণ্যে শুল্ক ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করবে। অন্যদিকে চীন আমেরিকান পণ্যে শুল্ক ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করবে। আপাতত ৯০ দিনের জন্য এই দ্বিপাক্ষিক শুল্ক ছাড় কার্যকর থাকবে।
দুই দেশের পক্ষ থেকেই দীর্ঘমেয়াদি ও পারস্পরিক লাভজনক অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার গুরুত্বের কথা বলা হয়েছে। আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে স্থায়ী এক পরামর্শদাতা কমিটি গঠন করা হবে।
Site Admin | May 12, 2025 10:50 PM
টানা আলোচনার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরের পণ্যের উপর আরোপিত শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্তে পৌঁছেছে।
