March 29, 2025 3:36 PM

printer

টানা আট দিনের লন্ডন সফর সেরে আজ রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

টানা আট দিনের লন্ডন সফর সেরে আজ রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইতিমধ্যেই তিনি দুবাই বিমান বন্দরে এসে পোঁছেছেন বলে খবর। দুবাই থেকে আজ দুপুরে কলকাতা ফেরার উড়ান ধরে সন্ধ্যায় কলকাতা বিবানবন্দরে পোঁছাবেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।