টানাপড়েনের আবহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আজ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। ৯৬ শতাংশ পড়ুয়া আজ পরীক্ষা দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে জানিয়েছেন। ১৪-টি বিষয়ের পরীক্ষা ছিল আজ।
উল্লেখ্য, দলের ছাত্র সংসদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশের জন্য আজকের পরীক্ষা পিছনোর আবেদন জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। সরকারের তরফেও পরীক্ষার্থীদের অসুবিধার কারণে দিন বদলের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সিন্ডিকেটের বৈঠকে পূর্ব নির্ধারিত সূচি মেনেই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য একে স্বাধীন চিন্তার জয় বলে আখ্যা দিয়েছেন।