ঝাড়খন্ডের পশ্চিম সিংভূম জেলায় আজ নিরাপত্তা বাহিনী মাওবাদীদের বিরুদ্ধে এক বড়সড় সাফল্য লাভ করেছে। সকালে সারান্ডা জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলিবিনিময় শুরু হয়। মারা পড়ে ১০ জন মাওবাদী। মৃতদের মধ্যে মাওবাদী নেতা পাতিরাম মাঝি ওরফে অনল দা রয়েছে। গিরিডি-র বাসিন্দা এই মাওবাদীর মাথার দান ছিল ১ কোটি টাকা। গত দু দশক ধরে সে গিরিডি, বোকারো, হাজারিবাগ, খুন্তি, সারাইকেলা-খারসাওয়ান এবং পশ্চিম সিংভূমে সক্রিয় ছিলেন। নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, আই ই ডি বিস্ফোরণ এবং বিভিন্ন হিংসাত্মক কার্যকলাপে পাতিরামের নাম জড়িয়েছে।
Site Admin | January 22, 2026 9:32 PM
ঝাড়খন্ডের পশ্চিম সিংভূম জেলায় সারান্দার জঙ্গলে আজ নিরাপত্তা বাহিনীর নকশাল বিরোধী অভিযানে ১৫ জন মাওবাদী মারা পড়েছে