August 6, 2025 12:05 PM

printer

ঝাড়খণ্ডে গুমলা জেলার কামদারায় নিরাপত্তা বাহিনী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে এক নকশালপন্থী মারা পড়েছে।

ঝাড়খণ্ডে গুমলা জেলার কামদারায় নিরাপত্তা বাহিনী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে এক নকশালপন্থী মারা পড়েছে। মারটিন কেরকেত্তা নামে ওই  PLFI নকশালবাদীকে ধরার জন্যে ১৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

 পুলিশ ও নিরাপত্তা বাহিনী এখনও সেখানে তল্লাশি  অভিযান চালাচ্ছে, উদ্ধার হয়েছে প্রচুর পরিমানে অস্ত্র শস্ত্র। আরও ২/৩ জন নক্কশালপন্থীও অভিযানে মারা পড়েছে বলে সূত্রের  খবর।  

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।