ঝাড়খণ্ডের রাঁচিতে আজ ২৭ তম পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বৈঠক পৌরোহিত্য করছেন। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং ৭০ জন প্রতিনিধি এই বৈঠক যোগ দিয়েছেন। পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী রাঁচিতে সভাস্থলে গিয়ে পৌঁছালে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাঁকে সম্বর্ধনা জানান। এই বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, অভ্যন্তরীণ ও উপকূল নিরাপত্তা এবং বিভিন্ন প্রকল্প রুপায়নে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বিষয়ে আলোচনা হবে।
Site Admin | July 10, 2025 1:15 PM
ঝাড়খণ্ডের রাঁচিতে আজ ২৭ তম পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক শুরু হয়েছে।
