মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 16, 2024 12:05 PM

printer

ঝাড়খন্ড বিধানসভার দ্বিতীয় দফা ভোটের জন্য প্রচার জোরদার হয়ে উঠেছে।

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের জন্য #NDA এবং আই এন ডি আই এ জোটের প্রার্থীরা ভোটারদের মন জয়ে জোরদার প্রচারাভিযান চলছে।
প্রবীণ বিজেপি নেতা, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আজ দুমকা, দেওঘর এবং ধানওয়ারে নির্বাচনী র‍্যালীতে যোগ দেবেন। অন্যদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, জামতাড়া এবং খিজরিতে জনসভা করবেন।
বরিষ্ঠ ঝাড়খন্ড মুক্তি মোর্চার নেতা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আজ বিভিন্ন এলাকায় ৬ টি র‍্যালীতে অংশ নেবার কথা। আর জে ডি নেতা তেজস্বী যাদব গোড্ডায় জনসভা করবেন। চলচ্চিত্র তারকা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী প্রচার চালাবেন দুমকা এবং জামতাড়ায়। শিবরাজ সিং চৌহান, হিমন্ত বিশ্বশর্মা এবং চম্পাই সোরেনের মতো বিজেপি নেতারা এনডিএ প্রার্থীদের সমর্থনে মিটিং মিছিল জনসভা করবেন।
আজসুর নেতা, বাম জোট প্রার্থীর নেতৃবৃন্দ আজ ঝাড়খন্ডের বিভিন্ন এলাকায় রোড শো এবং র‍্যালীর আয়োজন করেছে।
উল্লেখ্য, রাজ্যে দ্বিতীয় এবং চূড়ান্ত দফার ভোট নেওয়া হবে আগামী ২০ তারিখ। গণনা ২৩শে নভেম্বর।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।