মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 30, 2024 8:19 AM

printer

ঝাড়খন্ডে রাজাখারসোয়ান ও বরাবাম্বু স্টেশনের মাঝে বেলাইন মুম্বই মুখী হাওড়া – সিএসএমটি এক্সপ্রেস

 ঝাড়খন্ডের চক্রধরপুর ডিভিশনের রাজখারসোয়ান এবং বরাবাম্বু স্টেশনের মাঝে আজ ভোর পৌনে চারটে নাগাদ হাওড়া থেকে ছেড়ে যাওয়া ১২৮১০ ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস – সিএসএমটি এক্সপ্রেস বেলাইন হয়। ১৮ টি বগি লাইন চুথয়েছে বলে জানা গেছে।  ঘটনায় ৬ জন আহত হয়েছেন বলে প্রথামিকভাবে খবর। তবে বেসরকারি সূত্রে এই সংখ্যা বাড়তে পারে।

দুর্ঘটনার জেরে একটি বাতানুকুল কোচ লাইন ছেড়ে পাশের জমিতে উঠে যায়। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যেই চক্রধরপুর থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।

এদিকে, গত দুমাসের মধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনায় রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতোমধ্যেই রেলের তরফ থেকে টাটানগর, চক্রধরপুর, রাওরকেল্লা, হাওড়া, রাঁচি, খড়গপুর, ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস এবং মুম্বইয়ে বিশেষ হেল্প লাইন খোলা হয়েছে।