ঝাড়খন্ডের জামতাড়া গ্যাং-এর তিন সদস্যকে বর্ধমান থেকে গ্রেফতার করেছে পুলিশ। শহরের আলমগঞ্জে তারা বাড়ি ভাড়া নিয়েছিল।গোপন খবরের ভিত্তিতে দিল্লি সফদরজং থানার পুলিশ এদের গ্রেফতার করে। ধৃত রবি মন্ডল, রমেশ কুমার মন্ডল ও মহেন্দ্র কুমার মন্ডলকে গতকাল বর্ধমানে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয়। সিজেএম বিনোদ কুমার মাহাতো তাদের ট্রানজিট রিমান্ডের আবেদন মঞ্জুর করে চলতি মাসের ২৭ তারিখের মধ্যে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে পেশ করার নির্দেশ দেন।
উল্লেখ্য, দিল্লির আর কে পুরম এলাকার এক বাসিন্দার কাছে সম্প্রতি মিটার রিডিং আপডেট না করলে জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার একটি ম্যাসেজ আসে। তার ভিত্তিতে তিনি একটি অ্যাপ ডাউনলোড করলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩৮ হাজার টাকারও বেশি তুলে নেওয়া হয়। প্রতারণা শিকার ওই ব্যক্তি সাইবার অপরাধ থানায় অভিযোগ দায়ের করলে দিল্লি পুলিশ এই তিনজনের জড়িত থাকার কথা জানতে পারে। তারপরই তারা বর্ধমানে এসে স্হানীয় পুলিশের সাহায্যে এদের গ্রেফতার করে।