মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 4, 2024 9:56 AM

printer

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি হেমন্ত সোরেন আগামী ৭ জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি হেমন্ত সোরেন আগামী ৭ জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের   সঙ্গে সাক্ষাৎ করে গতকালই সরকার গঠনের দাবি জানান তিনি। জেএমএম, কংগ্রেস ও আরজেডির বিধায়কদের তাঁর প্রতি সমর্থনের চিঠিও তিনি রাজ্যপালের কাছে জমা দিয়েছেন।  

এর আগে চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী পদ ইস্তফা দেন। রাঁচিতে গতকাল বিদায়ী মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের বাসভবনে জোট সরকারের বৈঠকে হেমন্ত সোরেনকে পুনরায় মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

উল্লেখ্য, চলতি বছরের ৩১ শে জানুয়ারি জমি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে  হেমন্ত সোরেনকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।  গ্রেফতার হওয়ার আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। তাঁর পরিবর্তে, ২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদে শপথ নেন চম্পাই সোরেন। গত ২৮ জুন ঝাড়খণ্ড হাইকোর্ট হেমন্ত সোরেনকে জামিন দেয়।