January 23, 2026 9:36 PM

printer

ঝাড়খণ্ডের সারেন্ডার জঙ্গলে দুদিনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ এ ১৬ জন নিহত

ঝাড়খণ্ডের সারেন্ডার জঙ্গলে আজ দ্বিতীয় দিনেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে নকশালবাদীদের সংঘর্ষ চলছে। কিরিবুরু থানার অধীন কুমদি ও হিমজোডিড়ি গ্রামের মাঝখানে আজ সকালে গুলির লড়াইয়ে এক মহিলা নকশালবাদীর মৃত্যু হয়। এই নিয়ে গত দুদিনে ১৬ জন মাওবাদী মারা পড়ল। চাইবাসার পুলিশ সুপার অমিত রেনু এই সংঘর্ষের কথা স্বীকার করে জানিয়েছেন ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। নকশাল বিরোধী অভিযান আরো জোরদার করতে সমস্ত এলাকা জুড়ে চলছে তল্লাশি অভিযান।