ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সারান্ডা বনাঞ্চলে নকশালবিরোধী অভিযানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ জন। পুলিশ সূত্র জানা গেছে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নকশাল নেতা এখনও ওই এলাকায় আটকা পড়ে আছেন। নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে গুলি বিনিময় এখনও চলছে বলে সরকারি সূত্রের খবর।
Site Admin | January 24, 2026 12:44 PM
ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সারান্ডা বনাঞ্চলে নকশালবিরোধী অভিযানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ জন