July 4, 2025 11:06 AM

printer

জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১১০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট গতকাল সমাপ্ত হয়েছে।

জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১১০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট গতকাল সমাপ্ত হয়েছে। কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন এই সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজের প্রশংসা করে বলেন,এই সংস্থা বছরের পর বছর দেশে এক লক্ষ পাঁচ হাজারেরও বেশি প্রজাতির প্রাণীর নথিভুক্তকরণ এবং একটি সংরক্ষণাগার তৈরি করেছে। তিনি জানান,প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বব্যাপী জীব বৈচিত্রের প্রচেষ্টাকে রূপদানকারী হিসেবে শ্রেষ্ঠ হিসেবে গড়ে উঠেছে। জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীদের প্রশংসা করে শ্রী সিং আরো বলেন,তারা নিষ্ঠা ও গভীর অন্তর্দৃষ্টির সাথে একের পর এক প্রজাতির জীবনকে ব্যাখ্যা করেছেন। তিনি ঐতিহ্যবাহী জ্ঞান এবং অত্যাধুনিক প্রযুক্তির মধ্যে সংযোগের বিষয়ে গুরুত্ব দেন। এই উপলক্ষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কয়েকটি প্রকাশনার উদ্বোধন করেন। সংস্থার অধিকর্তা ধৃতি ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।