জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১১০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ১১০ ঘন্টার বিশেষ হ্যাকাথনের আয়োজন করা হয়েছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে সংস্থার অধিকর্তা ধৃতি ব্যানার্জি জানিয়েছেন, জীব বৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের উপর এই প্রতিযোগিতা জেডএসআই-এর ১৬টি আঞ্চলিক কেন্দ্রে প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে প্রথম হওয়া দলগুলিকে নিয়ে চলতি মাসে পুনায় জাতীয় পর্যায়ের সেমিফাইনাল আয়োজিত হয়। সেখানে নির্বাচিত সেরা ৫টি দলকে নিয়ে কলকাতায় আগামী ৩০তারিখ ফাইনালে কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব উপস্থিত থাকবেন। এছাড়াও এবারের প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রীয় মন্ত্রী পয়লা জুলাই থেকে ৩রা জুলাই পর্যন্ত অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট,জেড এসআই এর উল্লেখযোগ্য কয়েকটি প্রকাশনার উদ্বোধন করবেন। দেশে সব ধরনের প্রাণীদের নিয়ে চেক লিস্ট অফ ফনা অফ ইন্ডিয়া নামের তালিকার দ্বিতীয় পর্বও প্রকাশিত হবে। পাশাপাশি প্রাণীদের উপর গবেষণার জন্য ভারতীয় সেনা বাহিনীর কাউন্টার এনসার্জেন্সি অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল ও পরিবেশগত গবেষণার জন্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার ন্যাচারাল রিসোর্স এর সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষরিত হবে।
Site Admin | June 27, 2025 6:12 PM
জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১১০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ১১০ ঘন্টার বিশেষ হ্যাকাথনের আয়োজন করা হয়েছে।