মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 24, 2025 9:49 AM

printer

জ্যাভেলিনে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া আজ চেক রিপাবলিকের মর্যাদাপূর্ণ ওস্ত্রাভা গোল্ডেন স্পাইক ২০২৫ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নেবেন।

জ্যাভেলিনে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া আজ চেক রিপাবলিকের মর্যাদাপূর্ণ ওস্ত্রাভা গোল্ডেন স্পাইক ২০২৫ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নেবেন। ভারতীয় সময় রাত ১০:৩০টায় প্রতিযোগিতাটি শুরু হওয়ার কথা। ২০২৩ এবং ২০২৪ দুই বছরই গোল্ডেন স্পাইকেপ্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও, দুবারইআঘাতের কারণে তাঁকে নাম প্রত্যাহার করতে হয়েছিল। ৬৪তম সংস্করণে অনুষ্ঠিত হতে যাওয়া এই গোল্ডেন স্পাইক, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর গোল্ড সিরিজের অংশ, ডায়মন্ড লিগের বাইরে সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ব অ্যাথলেটিক্সইভেন্টগুলির মধ্যে একটি। ১৯৬১ সাল থেকে এটি নিয়মিতভাবে আয়োজিত হয়ে আসছে।