মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

June 19, 2024 5:36 PM

printer

জ্যাভলিনে নীরজ চোপড়া গতকাল ফিনল্যান্ডের টুরকুতে বিশ্ব এ্যাথলেটিক্স কন্টিনেন্টাল গোল্ড ট্যুর প্রতিযোগিতায় সোনা জিতেছেন।

জ্যাভলিনে

অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া গতকাল ফিনল্যান্ডের টুরকুতে পাভো নুরমি স্টেডিয়ামে বিশ্ব এ্যাথলেটিক্স কন্টিনেন্টাল গোল্ড ট্যুর প্রতিযোগিতায় সোনা জিতেছেন। আট জন প্রতিযোগীর মধ্যে চোপড়া ৮৫.৯৭ মিটার দূরত্বে বর্শা ছুঁড়ে প্রথম স্থান অধিকার করেন। প্রথম রাউন্ডে তাঁর বর্শা অবশ্য তিরাশি দশমিক ছয় দুই মিটার যায়। ফিনল্যান্ডের অলিভার হেলেন্ডার ছোড়েন তিরাশি দশমিক নয় ছয় মিটার দূরত্বে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।