মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 7, 2025 12:18 PM

printer

জ্বালানিমূল্য অত্যধিক পরিমাণে বৃদ্ধি পাওয়ায় কাবুল সহ আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশ তীব্র সঙ্কটের সম্মুখীন হয়েছে।

জ্বালানিমূল্য অত্যধিক পরিমাণে বৃদ্ধি পাওয়ায় কাবুল সহ আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশ তীব্র সঙ্কটের সম্মুখীন হয়েছে। পরিবারের ব্যয়-বরাদ্দের ওপর ক্রমাগত চাপ বাড়তে থাকায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত মাসে পেট্রোল প্রতি লিটারে ৪ আফগানি মুদ্রা, ডিজেল প্রতি লিটারে ৬ আফগানি মুদ্রা এবং তরল গ্যাসের দাম প্রতি কেজিতে ২ আফগানি মুদ্রা বৃদ্ধি পেয়েছে। দ্য আফগানিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট জ্বালানির এই অতিরিক্ত মূল্যবৃদ্ধির জন্য আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম টনপ্রতি ১৫০ ডলার বৃদ্ধি পাওয়া, নিম্নমানের দ্রব্য আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং রাশিয়া ও কাজাখস্তান থেকে রপ্তানি সংক্রান্ত সমস্যাকে দায়ী করছে।

জ্বালানিমূল্য বৃদ্ধি পাওয়ায় খাদ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়ে গেলে দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ দিকে যেতে পারে বলে নাগরিকরা আশঙ্কা প্রকাশ করছেন।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।