জোন বদলে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ইন্টারভিউ নেওয়ার সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ। গত ১৯ ডিসেম্বর দক্ষিণ -পূর্ব জোনে শারীরিক অসুস্থতার জন্য ইন্টারভিউতে বসতে পারেননি নবম-দশমের প্রার্থী রিঙ্কু সেন। এরপর অন্য জোনে তার ইন্টারভিউ নেওয়ার জন্য এসএসসিকে নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় এসএসসি। গতকাল বিচারপতি রবিকৃষাণ কাপুরের ডিভিশন বেঞ্চের মামলার শুনানিতে কমিশন জানায়, বিশেষ পরিস্থিতি দেখিয়ে জোন বদলে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দেওয়া হলে অনেকেই সেই সুবিধা নিতে চাইবে। এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় বিরূপ প্রভাব পড়বে। ৫ই জানুয়ারি আদালতের ছুটির পর নিয়মিত বেঞ্চে ফের এই মামলার শুনানি হবে।
Site Admin | December 30, 2025 9:12 AM
জোন বদলে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ইন্টারভিউ নেওয়ার সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ।