কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, সরকার ২০২৭ সালে দেশজুড়ে জনগণনার সিদ্ধান্ত নিয়েছে। দু’দফায় এই প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। চলতি বছরের এপ্রিলে রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির গৃহীত সিদ্ধান্ত অনুসারে, জাতির ভিত্তিতে এবারে জনগণনা করা হবে বলে লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান। প্রথম ধাপে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি এবং আবাসনগুলির গণনা এবং তালিকা প্রস্তুত করা হবে। লাদাখ, জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ডের পাহাড়ি অঞ্চলগুলিতে জনগণনা হবে ২০২৬ সালের সেপ্টেম্বরে।
Site Admin | December 2, 2025 9:57 PM
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, সরকার ২০২৭ সালে দেশজুড়ে জনগণনার সিদ্ধান্ত নিয়েছে।