November 17, 2024 4:51 PM

printer

জেড্ডায় আগামী ২৪ ও ২৫শে নভেম্বর IPL’র নিলামে উঠবেন ৫৭৪ জন ক্রিকেটার।

জেড্ডায় আগামী ২৪ ও ২৫শে নভেম্বর #IPL’র নিলামে উঠবেন ৫৭৪ জন ক্রিকেটার। এরমধ্যে ২০৮ জন বিদেশী। ১২ জন মার্কি ক্রিকেটারের তালিকায় আছেন শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কে এল রাহুল, অর্শদীপ সিং, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ যুজবেন্দ্র চাহল প্রমুখ।