August 5, 2025 5:40 PM

printer

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আজ রাত ৮ টা ২০ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুস৷

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আজ রাত ৮ টা ২০ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুস৷ গত বছর বাংলাদেশে জুলাই আন্দোলনের সময় যারা প্রাণ হারিয়েছিলেন তাদের স্মরণে আজ সেখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হচ্ছে। উল্লেখ্য, ওই গণ আন্দোলনের জেরেই গত বছর ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এই দিনটির উদযাপনে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলেদেশের অন্তর্বর্তী সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলির তরফে। আজ জাতীয় ছুটিও ঘোষণা করা হয়েছে বাংলাদেশে। 

পাশাপাশি, আজ সন্ধ্যায় জাতীয় সংসদের সাউথ প্লাজার অনুষ্ঠান থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। মহম্মদ ইউনুস ওই ঘোষণাপত্র পড়বেন। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।