জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আজ রাত ৮ টা ২০ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুস৷ গত বছর বাংলাদেশে জুলাই আন্দোলনের সময় যারা প্রাণ হারিয়েছিলেন তাদের স্মরণে আজ সেখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হচ্ছে। উল্লেখ্য, ওই গণ আন্দোলনের জেরেই গত বছর ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই দিনটির উদযাপনে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলেদেশের অন্তর্বর্তী সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলির তরফে। আজ জাতীয় ছুটিও ঘোষণা করা হয়েছে বাংলাদেশে।
পাশাপাশি, আজ সন্ধ্যায় জাতীয় সংসদের সাউথ প্লাজার অনুষ্ঠান থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। মহম্মদ ইউনুস ওই ঘোষণাপত্র পড়বেন।