
অনিয়ম সংক্রান্ত অভিযোগে এবছর জুনে নেট পরীক্ষা বাতিল করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের অধিনস্ত সংস্থা ভারতীয় সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের জাতীয় সাইবার ক্রাইম থ্রেট এনালিটিক্স ইউনিট থেকে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে পরীক্ষায় অনিয়মের বিষয়টি নজরে এসেছে বলে সরকারী সূত্রে খবর। পরীক্ষা প্রক্রিয়ার সর্বোচ্চস্তরের স্বচ্ছতা সুনিশ্চিত করতে এরপরই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক UGC-NET June 2024 পরীক্ষা বাতিল বলে ঘোষণা করেন। একই সঙ্গে বিষয়টি পূর্ণাঙ্গ তদন্তের জন্য সিবিআই-এর হাতে তুলে দেওয়া হচ্ছে। ১৮-ই জুন দেশের বিভিন্ন শহরে দুটি শিপ্টে UGC-NET June 2024 পরীক্ষা অনুষ্ঠিত হয়।