মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 26, 2025 10:09 PM

printer

জুনিয়ার ওয়ার্ল্ডকাপের দুদিনের এই প্রতিযোগিতায় পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের খেতাব জিতেছে ভারতের ১৬ বছরের জোনাথান গাভিন অ্যান্টনি

নতুন দিল্লীর ডক্টর কার্নেসিং শুটিং রেঞ্জের আইএসএসএফ-এর জুনিয়ার ওয়ার্ল্ডকাপের দুদিনের এই প্রতিযোগিতায় পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের খেতাব জিতেছে ভারতের ১৬ বছরের জোনাথান গাভিন অ্যান্টনি। ফাইনালে ২৪ টি শটের মধ্যে ২১ টি তে ১০ পয়েন্ট স্কোর করে তিনি সোনা পান। ইটালির লুকা আরিগি রূপো এবং স্পেনের লুকাস স্যাঞ্চেস তোমে ব্রোঞ্জ পেয়েছেন।

মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে ইন্ডিভিজিউয়াল নিউট্রাল অ্যাথলিট ইভলিনা শিনা সোনা, ভারতের রশমিকা সহেদাল রূপো এবং ইরানের ফতেমা সিকারি ব্রোঞ্জ পান।

অন্যদিকে, দ্বিতীয় দিনে আজ স্কিটের কোয়ালিফিকেশন রাউন্ডও শুরু হয়েছে। এশীয় চ্যাম্পিয়ানশিপে রূপো জয়ী হরমেহর সিং লালি পুরুষ বিভাগে ৭৫-এর মধ্যে ৭৪ পেয়েছেন। মেয়েদের জুনিয়ার বিভাগে এশীয় চ্যাম্পিয়ান মানসি রঘুস্বামী কোয়ালিফিকেশন রাউন্ডের প্রথম দিনের শীর্ষে রয়েছেন।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।