জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোকে আর জি কর হাসপাতালে পোস্টিং না দিয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পোস্টিং দেওয়ার স্বাস্থ্য দপ্তরের নির্দেশ খারিজ করলো কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন অবিলম্বে অনিকেত মাহাতোকে আর জি কর হাসপাতালেই পোস্টিং দিতে হবে।
আরও দুই জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়াকেও রাজ্যের স্বাস্থ্যদপ্তর অন্যায় ভাবে বদলি করেছিল অভিযোগ নিয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। যদিও ঐ দুই চিকিৎসকের আবেদন পরে শোনা হবে বলে জানিয়েছেন বিচারপতি বসু।