মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

February 27, 2025 9:42 PM

printer

জীবদেহের ওপর মহাকাশ বিকিরণের প্রভাব, ভারি আয়ন এবং মহাকাশে মানব অভিযান, এবং বায়োমেডিক্যাল সংক্রান্ত আন্তর্জাতিক রেডিওবায়োলজি সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে।

জীবদেহের ওপর মহাকাশ বিকিরণের প্রভাব, ভারি আয়ন এবং মহাকাশে মানব অভিযান, এবং বায়োমেডিক্যাল সংক্রান্ত আন্তর্জাতিক রেডিওবায়োলজি সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন সরকারের বিজ্ঞান বিষয়ক প্রধান উপদেষ্টা অধ্যাপক অজয় কুমার সুদ এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা-ডিআরডিও- চেয়ারম্যান ড. সমীর ভি কামাত। সম্মেলনের তাৎপর্য তুলে ধরে অধ্যাপক সুদ বলেন, মহাকাশ গবেষণার পরিধি বিস্তৃত হওয়ার সঙ্গেই বিকিরণের প্রভাবও বৃদ্ধি পাচ্ছে। এই সম্মেলনে সেইসব সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে আলোচনা হবে।  

ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ সমীর ভি কামাত বলেন, মহাকাশ অনুসন্ধানের পাশপাশি স্বাস্থ্য ও বিজ্ঞান-প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে দিশা দেখাবে এই সম্মেলন।