মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

February 16, 2025 9:33 PM

printer

জি সেভেন গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ইউক্রেনে স্থায়ী শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে জার্মানীর মিউনিখে বৈঠক করেছেন।

জি সেভেন গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ইউক্রেনে স্থায়ী শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে জার্মানীর মিউনিখে বৈঠক করেছেন। ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানী, ইটালী, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রীরা ছাড়াও ছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও। শান্তি ফেরানোর লক্ষ্যে তাঁরা একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয়বার দায়িত্বভার গ্রহণের পর জি সেভেন বিদেশমন্ত্রীদের এটি প্রথম বৈঠক। ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সাইবিহা ঐ বৈঠকে যোগ দেন।
মন্ত্রীরা ইউক্রেন, মধ্যপ্রাচ্য এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নানা বিষয়ে আলোচনা করেছেন। এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে যে, তাঁরা শক্তিশালী এবং শান্তিপূর্ণ ইউক্রেনের পক্ষে। তাঁরা আরও বলেছেন, রাশিয়ার উচিত, যুদ্ধের অবসান ঘটাতে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসা এবং ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি সম্মান।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।