‘জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’, সারা দেশে ভূমিধ্বস প্রবণ এলাকাগুলিতে সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা চালু করতে চলেছে। প্রতি বছরই একটি করে জেলায় এই ব্যবস্থা চালু করা হবে। এর ফলে ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের জীবনহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হবে।
কলকাতায় গতকাল সংস্থার ন্যাশনাল ল্যান্ডস্লাইড ফোরকাস্টিং সেন্টার বা জাতীয় ভূমিধস পূর্বাভাস কেন্দ্রের এক বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে মহানির্দেশক অসিত সাহা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এবং তামিলনাড়ুর নীলগিরি- এই তিনটি জায়গায় ইতমধ্যেই এই সতর্কবার্তা দেওয়া চালু হয়ে গেছে।