জিএসটি সংস্কারের সুফল প্রত্যেক নাগরিক যাতে পান তা নিশ্চিত করার দিকে তিনি ব্যক্তিগতভাবে নজর রাখবেন বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানিয়েছেন।
সংবাদ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, গোটা দেশের মানুষ পণ্য ও পরিষেবা কর কাঠামোর সংস্কারকে স্বাগত জানিয়েছেন। জিএসটির সুবিধা থেকে বঞ্চিত হলে, বিষয়টি অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার জন্য সধারণ নাগরিকদের কাছে আবেদন জানান শ্রীমতী সীতারামন।