জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ দু দিনের সফরে আগামীকাল ভারতে আসছেন। এটি হবে চ্যান্সেলর মার্জ এর প্রথম ভারত সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আহমেদাবাদে জার্মান চ্যান্সেলরকে স্বাগত জানাবেন। দুই নেতা ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিকগুলির অগ্রগতি পর্যালোচনা করবেন। এই অংশীদারিত্ব গত বছর ২৫ বছর পূর্ণ করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা এবং গতিশীলতার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার উপরও আলোকপাত করা হবে। প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিজ্ঞান, উদ্ভাবন ও গবেষণা, পরিবেশবান্ধব ও দীর্ঘস্থায়ী উন্নয়ন এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার উপরও আলোচনা করা হবে।
জার্মান চ্যান্সেলর সবরমতী আশ্রম এবং আদালজ স্টেপওয়েল পরিদর্শন করবেন এবং ঘুড়ি উৎসবে অংশগ্রহণ করবেন। এরপর তিনি
বেঙ্গালুরুতে বস ক্যাম্পাস এবং ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেন্টার পরিদর্শন করবেন।