মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 25, 2024 9:08 AM

printer

জার্মান চ্যান্সেলর ওলাফ শলতস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীতে সপ্তম আন্তঃসরকার consultations –আইজিসি-তে যোগ দেবেন।

জার্মান চ্যান্সেলর ওলাফ schols সপ্তম আন্তঃসরকার consultations –আইজিসি-তে যোগ দিতে গতকাল নতুন দিল্লীতে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চ্যান্সেলর শোলজ আজ আইজিসি-তে সহ-সভাপতিত্ব করবেন।  উভয় নেতা  নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা,  অর্থনৈতিক সহযোগিতা, সবুজ ও টেকসই উন্নয়ন অংশীদারিত্ব এবং উদীয়মান ও কৌশলগত প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। উভয় নেতা ১৮তম এশিয়া প্যাসিফিক কনফারেন্স অব জার্মান বিজনেস-এও ভাষণ দেবেন। এটি জার্মানি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলির ব্যবসায়ী, নির্বাহী এবং রাজনৈতিক প্রতিনিধিদের জন্য একটি দ্বিবার্ষিক ইভেন্ট।

  উল্লেখ্য আইজিসি হ’ল একটি সম্পূর্ণ সরকারী কাঠামো যার অধীনে উভয় পক্ষের মন্ত্রীরা তাদের নিজ নিজ  ক্ষেত্র নিয়ে আলোচনা করেন এবং প্রধানমন্ত্রী ও চ্যান্সেলরের কাছে তাদের আলোচনার ফলাফল সম্পর্কে প্রতিবেদন পেশ করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।