জার্মানির মানহেইম শহরে এক জনবহুল এলাকায় ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে,আহত হয়েছেন বহু। স্থানীয় পুলিশ এক সন্দেহ বাজনকে গ্রেফতার করেছে। এটি দুর্ঘটনা না হামলা তা তদন্ত করে দেখা হচ্ছে। আহতের সঠিক সংখ্যা জানা না গেলেও ২৫ জনের বেশি আহত হয়েছেন এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ইতোমধ্যেই পুলিশ সাধারণ মানুষকে আগাম সর্তকতা হিসেবে সিটি সেন্টার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
Site Admin | March 4, 2025 10:18 AM
জার্মানির মানহেইম শহরে এক জনবহুল এলাকায় ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে,আহত হয়েছেন বহু।
