মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 2, 2025 9:22 AM

printer

জার্মানির বিদেশমন্ত্রী জোহান ডেভিড ওয়াডেফুল আজ সকালে দুই দিনের ভারত সফরে  বেঙ্গালুরু এসে পৌঁছেছেন।

জার্মানির বিদেশমন্ত্রী জোহান ডেভিড ওয়াডেফুল আজ সকালে দুই দিনের ভারত সফরে  বেঙ্গালুরু এসে পৌঁছেছেন। তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন-ইসরোর কার্যালয় পরিদর্শন করবেন। তিনি  আগামীকাল নতুন দিল্লিতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন।

    এর আগে সেদেশের বিদেশমন্ত্রী, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের গুরুত্বপূর্ণ উপস্থিতির কথা তুলে ধরেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ওয়াডেফুল, জার্মানি এবং ভারতের মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্কের উপর গুরুত্ব দেন। তিনি দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি হিসেবে নিরাপত্তা সহযোগিতা, উদ্ভাবন, প্রযুক্তি এবং দক্ষ কর্মী নিয়োগের প্রসঙ্গটি তোলেন। পরিবর্তিত ভূ- রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত জার্মানি সম্পর্ক আরো জোরদার করে তোলার উপর তিনি গুরুত্ব দেন। দুটি দেশ কৌশলগত অংশীদারিত্বের উপর জোর দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।