জাম্বিয়ায় মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা ৪৯ ছুঁয়েছে, গতকাল মৃত্যু হয়েছে দশ বছরের একটি শিশুর। জাম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এপ্রিলের দুই থেকে পনের তারিখের মধ্যে নতুন করে ১৩ জন আক্রান্ত হয়েছেন। এদিকে সে দেশে কলেরা আক্রান্তের সংখ্যাও ৪৯০ ছুঁয়েছে ,মৃত্যু হয়েছে ন জনের।
Site Admin | April 18, 2025 5:52 PM
জাম্বিয়ায় মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা ৪৯ ছুঁয়েছে, গতকাল মৃত্যু হয়েছে দশ বছরের একটি শিশুর।
