November 12, 2025 12:38 PM

printer

জামাইকায়, হারিকেন মেলিশায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫

জামাইকায়, হারিকেন মেলিশায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫, নিখোঁজ ১৫। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিধ্বংসী এই ঝড় গত মাসের ২৮ তারিখ জামাইকা স্থলভূমিতে আছড়ে পড়ার পর থেকে  এযাবৎ বিচ্ছিন্ন থাকা দুটি শহরে পৌঁছতে চেষ্টা করছেন আধিকারিকরা ।জামাইকার জরুরি ব্যবস্থাপন বিভাগের ডিরেক্টর জেনারেল এলভিন গায়েল জানিয়েছেন দুর্গতদের জন্য হেলিকপ্টারে প্রয়োজনীয় সামগ্রী , খাবার নামানো হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।