জাপান আজ বিশ্বের বৃহত্তম কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একটি চুল্লি পুনরায় চালু করেছে। প্রায় ১৫ বছর আগে ফুকুশিমা দুর্ঘটনার পর দেশটি সব পারমাণবিক চুল্লি বন্ধ করে দেয়। রিপোর্ট অনুযায়ী, টোকিওর উত্তর-পশ্চিমে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রের ৬ নম্বর চুল্লিটি পুনরায় চালু করা হয়েছে। আগামী মাসে এটি বাণিজ্যিকভাবে চালু হওয়ার কথা। ২০১১ সালের আগে জাপানের বিদ্যুতের প্রায় ৩০ শতাংশই আসত পারমাণবিক শক্তি থেকে। ২০৩০ সালের মধ্যে তা বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে দেশটির ।
Site Admin | January 21, 2026 10:33 PM
জাপান আজ বিশ্বের বৃহত্তম কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একটি চুল্লি পুনরায় চালু করেছে।