জাপানের সরকারী আধিকারিকদের সঙ্গে সাক্ষাতের জন্য বিদেশসচিব বিক্রম মিশ্রি আজ টোকিও গেছেন। সেদেশের উপ বিদেশমন্ত্রী তাকেহির ফুনাকোশির সঙ্গে বৈঠকে উভয় পক্ষ রাজনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা ও নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং মানুষে মানুষে জনসংযোগ সহ দু দেশের মধ্যে বিদ্যমান বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন। বিদেশসচিব, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য জাপানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাসাতাকা ওকানো এবং বিদেশ মন্ত্রকের সিনিয়র ডেপুটি মন্ত্রী হিরোইয়ুকি নামাজুর সঙ্গেও দেখা করেছেন। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশ সচিব, রাইসিনা টোকিও ডায়ালগের দ্বিতীয় পর্বের স্পটলাইট ভাষনে বক্তব্য রেখেছেন।
Site Admin | May 22, 2025 10:02 PM
জাপানের সরকারী আধিকারিকদের সঙ্গে সাক্ষাতের জন্য বিদেশসচিব বিক্রম মিশ্রি আজ টোকিও গেছেন।
