মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 21, 2025 1:17 PM

printer

জাপানের সংসদ, তাকাইচি সানে-কে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে

জাপানের সংসদ, তাকাইচি সানে-কে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। সেদেশে এটি এক ঐতিহাসিক পদক্ষেপ। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী তাকাইচি, জাপান ইনোভেশন পার্টিকে সঙ্গে নিয়ে নতুন জোট সরকার গঠন করবেন। আনুষ্ঠানিকভাবে জাপান সম্রাট তাঁকে প্রধানমন্ত্রী নিযুক্ত করার পর তাকাইচি শপথ গ্রহণ করবেন। তারপর হবে তাঁর প্রথম সাংবাদিক সম্মেলন। তাকাইচি উচ্চকক্ষে ১২৫-টি ভোট পেয়েছেন, সাধারণ সংখ্যা গরিষ্ঠতার চেয়ে যা ১ বেশি। এর আগে নিম্নকক্ষে তিনি ২৩৭-টি ভোট পান। প্রয়োজনীয় সংখ্যা গরিষ্ঠতার চেয়ে, যা চার বেশি।

তাকাইচি তার প্রতিদ্বন্দ্বিদের সঙ্গে নিয়েই নতুন মন্ত্রিসভা গঠন করতে চলেছেন। কৈজুমি সিনজিরো প্রতিরক্ষা, হায়াসি ইসোমাসা – অভ্যন্তরীণ দফতর ও যোগাযোগ, মতেগি  ওসিমিৎসু বিদেশ এবং কাতায়ামা সৎসুকি অর্থমন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন। নতুন জোট সরকার অর্থনৈতিক সংস্কার, জাতীয় নিরাপত্তা, শক্তি এবং বিদেশ নীতির ওপর গুরুত্ব দেবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্রীমতী তাকাইচি-কে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।