জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আজ পদত্যাগ করেছেন। এক বছরেরও কম সময় তার পদে থাকার পর শাসক লিবারেল ডেমোক্রেটিক পার্টি সেদেশের আইন সভায় সাম্প্রতিক নির্বাচনে পরাজয়ের পর সংখ্যাগরিষ্ঠতা হারানোয় তিনি ইস্তফা দিয়েছেন।
এক সাংবাদিক সম্মেলনে ইশিবা জানিয়েছেন, তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদ থেকেও ইস্তফা দিয়েছেন। ১৫ বছরের মধ্যে এই প্রথম শাসক LDP আইন সভার দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তিনি অবশ্য নতুন প্রধানমন্ত্রী নির্বাচন না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।