জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, নিরাপত্তা, খাদ্য ও শক্তি সহ বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হার চাপানোর পরেই জাপানের প্রধানমন্ত্রীর এই প্রতিক্রিয়া। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, জাপানকে এই বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে আত্মনির্ভর হয়ে উঠতে হবে।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প জাপান থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক ধার্য করবে বলে এক চিঠিতে জানিয়েছে।