মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 28, 2025 7:30 PM

printer

জাপানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের  কিউশু দ্বীপের মাউন্ট শিনমোয়ে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের খবর পাওয়া গেছে

জাপানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের  কিউশু দ্বীপের মাউন্ট শিনমোয়ে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের খবর পাওয়া গেছেজ্বালামুখ থেকে এর উৎক্ষিপ্ত  অংশ  প্রায় ৫ হাজার ৫০০ মিটার পর্যন্ত বিস্তৃত হয়। জাপানের  আবহাওয়া সংস্থা জানিয়েছে যেকাগোশিমা এবং মিয়াজাকি প্রিফেকচারের মধ্যে অবস্থিত ১ হাজার ৪২১ মিটার উচ্চতার এই আগ্নেয়গিরিটি স্থানীয় সময় ভোর ৪টে ৫৩ মিনিটে অগ্ন্যুৎপাত করে।