জাপানের টোকিওতে ডেফ অলিম্পিক ২০২৫ এ ভারত ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড বিভাগে স্বর্ণ পদক জয় করেছে। ধানুশ শ্রীকান্ত এবং মাহিত সান্ধু জুটি ১৭-৭ ব্যবধানে দক্ষিণ কোরিয়ার জিওং ডেইন এবং কিম উরিম জুটিকে পরাজিত করে।
অন্যদিকে মোহাম্মদ ভানিয়া এবং কোমল ওয়াঘমার জুটি ১৬-১২ ব্যবধানে ইউক্রেনীয় লাইকোভা ভায়োলেটা এবং কোস্টিক ওলেকজান্ডার জুটিকে পরাজিত করে ব্রোঞ্জ পেয়েছে।
Site Admin | November 18, 2025 9:52 PM
জাপানের টোকিওতে ডেফ অলিম্পিক ২০২৫ এ ভারত ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড বিভাগে স্বর্ণ পদক জয় করেছে।