জাপানের টোকিওতে আয়োজিত ডিফলিম্পিক্স ২০২৫-এ মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারত আজ একটি সোনা ও একটি রুপো জয় করেছে। ২৪১ দশমিক ১ স্কোর ক’রে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন আনুয়া প্রসাদ। ২৩৬ দশমিক ৮ স্কোর ক’রে প্রাঞ্জলি ধূমাল রুপো জিতেছেন।
পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ২৩৫ দশমিক ২ স্কোর ক’রে অভিনব দেশওয়াল রুপো জিতেছেন। ২৩৮ দশমিক ২ স্কোর ক’রে সোনা জেতেন দক্ষিণ কোরিয়ার তাই ইয়ং কিম। ক্রোয়েশিয়ার বরিস গ্রামনাক তৃতীয় স্থান দখল করেন।