জাপানের টোকিওতে অনুষ্ঠিত ডেফ অলিম্পিক ২০২৫-এ ভারতের প্রাঞ্জলি প্রশান্ত ধুমাল আজ মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন। এটি তাঁর দ্বিতীয় সোনা তথা তৃতীয় পদক।
প্রাঞ্জলি ফাইনালে ইউক্রেনের হালিনা মোসিনাকে হারিয়ে এই সোনা জয় করেন। এর আগে, প্রাঞ্জলি, অভিনব দেশওয়ালের সঙ্গে জুটি বেঁধে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টেও সোনা জিতেছিলেন।
উল্লেখ্য, চলতি বধির অলিম্পিকে ভারতীয় শ্যুটাররা এখনও পর্যন্ত ৭-টি সোনা, ৬-টি রূপো, এবং ৩-টি ব্রোঞ্জ সহ মোট ১৬টি পদক জিতেছে।