December 9, 2025 9:08 AM

printer

জাপানের উত্তর পুরবাঞ্ছলে গত রাতে ভুকম্পন অনুভূত হয়।

জাপানের উত্তর পুরবাঞ্ছলে গত রাতে ভুকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৫। এতে ২০ জন আহত হন। ভুমিকম্পের কেন্দ্র স্থল ছিল  আমরি অঞ্ছলে উপকূলের  ৮০ কিলোমিটার দূরে।  

এই ভুমিকম্পের জেরে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী এলাকায়  সুনামির জেরে ৭০ সেন্টিমিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হয়। কর্তৃপক্ষ, ৯০ হাজার বাসিন্দা কে সেখান থেকে নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দিয়েছে।